Skip to main content

Posts

Showing posts from December 15, 2020

কম্পিউটার কি ?

কম্পিউটার কি ? ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দের উৎপত্তি, যার অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার হল কোন জটিল সমস্যা সমাধানের জন্য সারিবদ্ধ, সুশৃংখল নির্দেশ বা প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি হিসাবকারী যন্ত্র। যদিও হিসাবকে সামনে রেখে কম্পিউটারের যাত্রা শুরু তথাপি আধুনিক কম্পিউটারকে শুধু হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ আজকের কম্পিউটার শুধুমাত্র হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাল্টিপারপাস ব্যবহার হয়ে আসছে। যেমন- গবেষণাকাজে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে না। কম্পিউটার হল বর্তমান বিশ্বে সর্বাধিক দ্রুতগতির ও চমকপ্রদক ইলেকট্রনিক্স যন্ত্র, যা নির্ভুলভাবে বিশ্লেষণ করে তথ্য প্রদান করে থাকে। অতএব, কম্পিউটার একটি যন্ত্র যা তথ্য গ্রহণ, ধারণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রদান করতে পারে।