ইন্টারনেট সূচনাঃ আধুনিক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নাম ইন্টারনেট। ইন্টারনেট তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব সাধন করেছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে ওপর প্রান্তের কম্পিউটারে ছবি সহ যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ ও প্রেরণ করা যায়। এদিক থেকে ইন্টারনেটকে একটি বিশাল ' নেটওয়ার্কিং সিস্টেম ' বলা যায়। ইন্টারনেটের অবদানের ফলে এক যুগ পূর্বে যোগাযোগের ক্ষেত্রে যা ছিল অসম্ভব বা অকল্পনীয়, বর্তমানে তা নিমিষেই সম্ভব হচ্ছে। ইন্টারনেট ধারণার উদ্ভব ও বিকাশঃ ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার করে। শুরুতে কেবল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গবেষণার প্রয়োজনে ইন্টারনেট সিস্টেমকে কাজে লাগায়। সেসময় এন.এস.এফ. (National Science Foundation) ইন্টারনেটের দায়িত্ব নেয়। ইন্টারনেটের টেকনিক্যাল সাপোর্ট দেয় এন.এস.এফ. । যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার বিজ্ঞানীরা মাত্র ৪টি কম্পিউটারের মধ্যে গড়ে তুলেছিলেন প্রথম অভ্যন্তরীণ এক নতুন যোগাযোগ-ব্যবস্থা। এর তিনটি কম্পিউটার ছিল ক্যালিফোর্নিয়ায় ও একটি ছিল উটাই-তে। এ য...
শেখো নিজের ইচ্ছে মতো