প্রশ্নঃ জিপিএস বলতে কি বুঝ? সংক্ষেপে বর্ণনা করো। উত্তরঃ জিপিএস এর পুরো নাম হচ্ছে "Global Positioning System" নিখুঁতভাবে পৃথিবীর কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম জিপিএস। বর্তমানে বিভিন্ন মডেলের গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ এমনকি নতুন মডেলের মোবাইল ফোনে জিপিএস রিসিভার থাকে। ফলে কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে জিপিএস এ নির্দিষ্ট জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই যে কোন জায়গায় নিচেন্তে যেতে পারবে। জিপিএস কাজটি করতে পারে কৃত্রিম উপগ্রহের সাহায্যে। তারা পৃথিবীতে সংকেত পাঠায়, জিপিএস সেয় সংকেতকে কাজে লাগিয়ে গন্তব্যস্থান বা জায়গার লোকেশন বের করে।
শেখো নিজের ইচ্ছে মতো