প্রশ্নঃ কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে লেখো। উত্তরঃ কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া বলতে মোবাইল, ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তির কল্যাণে যে ভর্তি প্রক্রিয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৯ সালে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়াটি শুরু করে। শিক্ষার্থীদের ভর্তি রেজিস্ট্রেশন এর জন্য ঘর থেকে বের হতে হবে না। শুধুমাত্র মোবাইল টেলিফোন ব্যবহার করে এ প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। এ ছাড়া ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার ব্যবহার করে ভর্তির আবেদন তথ্য অনলাইনে পূরণ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ঘরে বসে পেতে পারে। যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব। এভাবে একজন শিক্ষার্থী কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।
শেখো নিজের ইচ্ছে মতো