Skip to main content

Posts

Showing posts from April 9, 2021

করোনার এই সময়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করে বন্ধুকে একটি পত্র লেখো।

বাঘা, রাজশাহী ২৪শে এপ্রিল, ২০২১ প্রিয় তানিয়া, আশা করি ভালো আছ। তুমি তো জানো, বর্তমানে করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হলে আমাদের সাবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। অপরিষ্কার হাতে মাস্ক স্পর্শ করা যাবে না। মাস্ক পরা অবস্থায় সর্দি, কাশি বা হাঁচি এলে সাথে সাথে তা পরিবর্তন করতে হবে। মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে। এটি ব্যবহার করলে কেবল যে তা করোনাভাইরাস থেকেই রক্ষা করবে তা নয়, এর আরও উপকারিতা আছে। তুমি যদি নিয়মিত মাস্ক পরো, তাহলে ধুলাবালি থেকেও সুরক্ষিত থাকতে পারবে। আবার নাক, মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এমন সংক্রামক রোগের জীবাণু থেকেও নিরাপদ থাকতে পারবে। তাই নিয়মিত মাস্ক পরবে। আজ আর নয়। তোমার আব্বু-আম্মুকে আমার সালাম দিও। ভালো থেকো। ইতি তোমার বন্ধু তমা [message] বিশেষ দ্রষ্টব্য এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।