Skip to main content

Posts

Showing posts from February 23, 2021

Some Important Vocabulary with Synonyms and Antonyms (#Part=1)

1. Abandon (vt.) = পরিত্যাগ করা।     Synonyms: Abdicate, leave, quiet, desert, discard.     Antonyms: Chase, follow, undertake, accept, receive. 2. Animosity (n.) = শত্রুতা।      Synonyms: Enmity, hostility, antagonism, aversion, antipathy.     Antonyms: Amity, love, friendliness, sympathy, good-will.  3. Apparent (adj.) = সুস্পষ্ট।      Synonyms: Clear, visible, obvious, evident, manifest.     Antonyms: Hidden, obscure, secret, covert, latent. 4. Auspicious (adj.) = শুভ।      Synonyms: Favorable, suitable, propitious, happy, fortunate.     Antonyms: Unfavorable, inauspicious, hopeless, unhappy, unlucky. 5. Barren (adj.) = অনুর্বর।      Synonyms: Infertile, unproductive, sterile, bleak, fruitless.     Antonyms: Fertile, productive, prolific, fecund, pregnant. 

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মূলভাবঃ মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ-বৈষম্য থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ।  সম্প্রসারিত ভাবঃ সব মানুষ একই সৃষ্টি এবং সব  সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। পৃথিবীর একই জল-হাওয়ায় আমরা বেড়ে উঠি। আমাদের সবার রক্তের রং লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয় ভৌগোলিকভাবে আমরা যেখানেই থাকি না কেন, অথবা আমরা যে যুগেরই মানুষ হই না কেন, আমাদের একটি পরিচয় আমরা মানুষ। কখনো কখনো স্বার্থসিদ্ধির জন্য আমরা জাত-কুল-ধর্ম-বর্ণের পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দিই, এক দল আরেক দলকে ঘৃণা করি, পশ্চাতে ফেলতে চাই, পরস্পর হানাহানিতে লিপ্ত হই। কিন্তু এগুলো আসলে সাময়িক। প্রকৃত ব্যাপার হচ্ছে, আমরা একে অন্যের পরম  সুহৃদ। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা। প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া এবং তার অধিকার সংরক্ষণে একনিষ্ঠ থাকা। মানুষের মধ্যে নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষিত, ধনি-দরিদ্র, ব্রাহ্মণ-শূদ্র, আশরাফ-আতরাফ, হিদু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, কেন্দ্রবাসী-প্রান্তবাসী এমন ভাগাভাগি কখনোই কাম্য হতে পারে না। তাতে মা...