Parts of English Grammar কার্য অনুসারে ইংরেজি ব্যাকরণ কে ৫ ভাগে বিভক্ত করা যায়। যথাঃ ১। Orthography ( বর্ণ প্রকরণ ): English Grammar - এর অংশ পাঠ করলে ইংরেজি বর্ণমালা ও শব্দের বানান শিক্ষা সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে। যেমন- কখন s, কখন ch, কখন sh, ব্যবহার করতে হয়; কিংবা কখন c, কখন k বা কখন q, ব্যবহার করতে হয়; কিংবা জাতীয় উচ্চারণের জন্য t বা, th বা, d ব্যবহার করতে হয় ইত্যাদি এ শাখা থেকে জানা যায়। যেমন- ইংরেজির কিছু Word Latin, কিছু Word Greek, কিছু Word French, কিছু Word German, কিছু Word Bangla ও Hindi, কিছু Word Arabic ইত্যাদি ভাষা থেকে এসেছে। Grammar এর এই শাখাতে Word সম্পর্কিত এরূপ বিচার বিশ্লেষণ করা হয়। ২। Etymology ( পদ প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে পদ সমূহের শ্রেণীবিন্যাস, রূপান্তর, ও ব্যুৎপত্তি সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে। ৩। Syntax ( বাক্য প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে বাক্যস্থিত শব্দগুলো যথাযথ প্রয়োগের দ্বারা বাক্য গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে Syntax ব...
শেখো নিজের ইচ্ছে মতো