Parts of English Grammar
কার্য অনুসারে ইংরেজি ব্যাকরণ কে ৫ ভাগে বিভক্ত করা যায়। যথাঃ
১। Orthography ( বর্ণ প্রকরণ ): English Grammar - এর অংশ পাঠ করলে ইংরেজি বর্ণমালা ও শব্দের বানান শিক্ষা সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে। যেমন- কখন s, কখন ch, কখন sh, ব্যবহার করতে হয়; কিংবা কখন c, কখন k বা কখন q, ব্যবহার করতে হয়; কিংবা জাতীয় উচ্চারণের জন্য t বা, th বা, d ব্যবহার করতে হয় ইত্যাদি এ শাখা থেকে জানা যায়।
যেমন- ইংরেজির কিছু Word Latin, কিছু Word Greek, কিছু Word French, কিছু Word German, কিছু Word Bangla ও Hindi, কিছু Word Arabic ইত্যাদি ভাষা থেকে এসেছে।
Grammar এর এই শাখাতে Word সম্পর্কিত এরূপ বিচার বিশ্লেষণ করা হয়।
২। Etymology ( পদ প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে পদ সমূহের শ্রেণীবিন্যাস, রূপান্তর, ও ব্যুৎপত্তি সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে।
৩। Syntax ( বাক্য প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে বাক্যস্থিত শব্দগুলো যথাযথ প্রয়োগের দ্বারা বাক্য গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে Syntax বলে। Grammar এর এই শাখাটি বাক্যের মধ্যস্থ বিভিন্ন Word এর সম্পর্ক নিয়ে আলোচনা করে। একটি বাক্যে এক বা একাধিক Word এর সমন্বয়। এক বা একাধিক Word কে পাশাপাশি শুধু বসলেই হয় না, তাদের কোনটি দ্বারা কোনটি কিভাবে প্রভাবিত হয়, কোনটির পাশে কোনটিকে অবশ্যই বসতে হয় কিংবা কোনটি আদৌ বুঝতে পারে না, তাই এই অংশে আলোচনা করা হয়।
৪। Punctuation ( বিরাম চিহ্ন প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে বাক্যের বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে জানা যায়, তাকে Punctuation বলে। একটি বাক্যের মধ্যে অর্থের স্পষ্টতা, সহজপাঠ্যতা এবং বক্তব্যের যুক্তিসঙ্গত বিন্যাস নিশ্চিত করার জন্য পাশাপাশি দুটি Word বা Phrase বা Clause এর মধ্যে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে হয়। এই চিহ্নগুলি Sentence এর একাধিক অংশের মধ্যে সাময়িক বিভেদ সৃষ্টি করার মাধ্যমে মূল বক্তব্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করে।
৫। Prosody ( ছন্দ প্রকরণ ): English Grammar - এর যে অংশ পাঠ করলে ছন্দ ও কবিতা রচনার নিয়মকানুন সম্পর্কে জানা যায়, তাকে Prosody বলে। Grammar এর এই শাখাটি ছন্দ ও অলঙ্কার দ্বারা মনের ভাব প্রকাশ করার উপায় নিয়ে আলোচনা করে। আমরা যখন মনের ভাব প্রকাশ করি তখন হয় একটি জিনিস কে অন্য একটি জিনিসের সাথে তুলনা করি ( যেমন চাঁদের মতো মুখ ), না হয় একটি কথা কি সরাসরি না বলে ঘুরিয়ে প্রকাশ করি। আমরা এই জন্য তা করি যে আমাদের বক্তব্য শুধু যুক্তি বা তথ্য দ্বারা গঠিত নয়, তার মধ্যে আমাদের মনোভাব ( Tone ), অনুভূতি, ইঙ্গিত ইত্যাদিও প্রচ্ছন্ন থাকে।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।