Skip to main content

Posts

Showing posts from December 7, 2020

সিরাজগঞ্জ জেলা

  সিরাজগঞ্জ জেলা প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে ? উত্তরঃ ১৯৮৪ সালে। প্রশ্নঃ   সিরাজগঞ্জ জেলার সীমানা কি ? উত্তরঃ উত্তরে বগুড়া, দক্ষিনে পাবনা, পূর্বে টাঙ্গাইল, জামালপুর ও যমুনা নদী এবং পশ্চিমে নাটোর জেলা। প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার আয়তন কত ? উত্তরঃ ২,৪৯৮ বর্গ কিলোমিটার।   প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা কত ? উত্তরঃ ৩২,২০,৮১৪ জন।   প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার ঘনত্ব কত ? উত্তরঃ ১২৯০ জন প্রতি বর্গ কিলোমিটারে।   প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কত ? উত্তরঃ ১.৩৮%। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার জনসংখ্যার অনুপাত কত ? উত্তরঃ পুরুষ-১০০ / নারী-১০০। প্রশ্নঃ   সিরাজগঞ্জ সাক্ষরতার হার কত ? উত্তরঃ শতকরা ৪২.১ ভাগ। প্রশ্নঃ   সিরাজগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উত্তরঃ প্রদীপ্ত সিরাজগঞ্জ। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার গ্রাম কতটি ? উত্তরঃ ২১৮০ টি। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার কতটি ইউনিয়ন আছে ? উত্তরঃ ৮২ টি। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি ? উত্তরঃ ৯ ...

ভাষা

  ভাষা মানুষ ভাষা সম্পদের অধিকারী। ভাব প্রকাশের প্রয়োজন থেকে ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবোধক ধ্বনিই ভাষা। পরস্পরের ভাব-বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। মানুষ তার কন্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে অন্যের কাছে বোধগম্য পৌঁছে দেয়, তাই ভাষা। ভাষা মানবগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি অন্যতম মাধ্যম। মানবসভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন ছিল গুহাবাসী, বন্য ও অভব্য ছিল, তখনো মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা-ইঙ্গিত-অঙ্গভঙ্গি ইত্যাদি। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য। বস্তুত আদিকালের মানুষ পারস্পরিক ভাব-বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলোঃ (ক) ইশারা-ইঙ্গিত, (খ) অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার, (গ) নাচ, (ঘ) চিত্র ইত্যাদি। সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে পদক্ষেপ হলো সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করা। আর এ থেকেই তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মা...