Skip to main content

Posts

Showing posts with the label পত্র / দরখাস্ত

করোনার এই সময়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করে বন্ধুকে একটি পত্র লেখো।

বাঘা, রাজশাহী ২৪শে এপ্রিল, ২০২১ প্রিয় তানিয়া, আশা করি ভালো আছ। তুমি তো জানো, বর্তমানে করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হলে আমাদের সাবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। অপরিষ্কার হাতে মাস্ক স্পর্শ করা যাবে না। মাস্ক পরা অবস্থায় সর্দি, কাশি বা হাঁচি এলে সাথে সাথে তা পরিবর্তন করতে হবে। মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে। এটি ব্যবহার করলে কেবল যে তা করোনাভাইরাস থেকেই রক্ষা করবে তা নয়, এর আরও উপকারিতা আছে। তুমি যদি নিয়মিত মাস্ক পরো, তাহলে ধুলাবালি থেকেও সুরক্ষিত থাকতে পারবে। আবার নাক, মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এমন সংক্রামক রোগের জীবাণু থেকেও নিরাপদ থাকতে পারবে। তাই নিয়মিত মাস্ক পরবে। আজ আর নয়। তোমার আব্বু-আম্মুকে আমার সালাম দিও। ভালো থেকো। ইতি তোমার বন্ধু তমা [message] বিশেষ দ্রষ্টব্য এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।

করোনার এই সময়ে হাত ধোয়ার বিষয়ে সচেতন করে ছোট ভাইকে একটি পত্র লেখো।

হালিশহর, চট্টগ্রাম মে ১০, ২০২১ প্রিয় রাতুল, স্নেহ ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছ। আজ তোমাকে হাত ধোয়ার বিষয়ে লিখতে বসেছি। তুমি বর্তমানে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিশ্চয় জানো। এই ভাইরাস মারাত্মক ছোঁয়াচে। এর সংক্রমণ থেকে বাঁচতে হলে সবসময় হাত পরিষ্কার রাখতে হবে। এজন্য সাবান দিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে হাত ধুতে হবে। তুমি সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়মিত ২০ সেকেন্ড ধরে হাত ধুবে। অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবে না। হাঁচি-কাশি দেওয়ার পর সাথে সাথে জীবাণুনাশক সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিবে। এছাড়াও খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর অবশ্যই হাত ধুয়ে নিবে। এই হাত ধোয়ার মাধ্যমে তুমি করোনা ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক জীবাণু থেকে সুরক্ষিত থাকতে পারবে। আজ এখানেই শেষ করছি। করোনার এই সময়ে অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না। ভালো থেকো। আব্বা-আম্মাকে আমার সালাম দিও। ইতি তোমার বড় ভাই রায়হান [message] বিশেষ দ্রষ্টব্য এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।

শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখো।

২৫ ফেব্রুয়ারি, ২০২১ বরাবর  প্রধান শিক্ষক  ময়মনসিংহ গার্লস স্কুল  বিষয়ঃ শিক্ষাসফরে যাওয়ার জন্য অর্থনৈতিক সহযোগিতা ও অনুমতি প্রদানের আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের 'ক' শ্রেণির শিক্ষার্থী। আমরা ঠিক করেছি  শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাসফরে কুয়াকাটা যাব। সেখানকার সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব। শিক্ষাসফরে আমরা তিন দিন থাকব। আর এ তিন দিনে আমাদের প্রায় ২০ হাজার টাকা খরচ হবে। আমাদের পক্ষে এতো টাকা বহন করা সম্ভব নয়। তাই আমরা আপনার সহযোগিতা কামনা করছি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক নিজেরা চাঁদার মাধ্যমে সংগ্রহ করব।  অতএব বিনীত প্রার্থনা, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।  বিনীত  'ক' শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে  মারজিয়া রহমান  রোল নম্বরঃ ০২

তোমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লেখ।

তোমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লেখ।  শাহজাদপুর  সিরাজগঞ্জ ১৪ই জুন ২০২১  পূজনীয় মা,  আমার প্রণাম নিও। বাবাকে আমার প্রণাম দিও। তুমি ও বাবা কেমন আছো? তোমাদের জন্য আমার সব সময়ই চিন্তা হয়। নিজেদের শরীরের প্রতি যত্ন নিও। আমি এক সপ্তাহ আগে আমার স্কুলের ছাত্রীনিবাসে উঠেছি। ছাত্রীনিবাসের পরিবেশ খুবই ভালো। বিভিন্ন শ্রেণির ছাত্রীরা এখানে থাকে। ছাত্রীরা পরস্পরের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। যে কারণে কারো কোনো সমস্যা হয় না। অবসর সময়ে অনেকে একসাথে গল্প করি। আমাদের বাড়িতে সন্ধ্যায় যেমন সবাই একত্রে আড্ডা দিই, অনেকটা সেই রকম। ছাত্রীনিবাসের মধ্যেই একটি পাঠাগার আছে। এখানে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের বই আছে। ওখানে বসে বই পরা যায় আবার তিন দিনের জন্য কক্ষেও নিয়ে আশা যায়। আমার কক্ষে যে মেয়েটি আছে, সেও ৭ম শ্রেণির ছাত্রী। ওর নাম মণি। ও খুলনার মেয়ে। মণি খুবই সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়।  তোমাদের জন্য মন খারাপ হলে মণি আমাকে গান শোনায়।  আমার কক্ষটা চারতলায়। কক্ষের জানালায় দাঁড়ালে সবুজ গাছের উপর দিয়ে সুন্দর আকাশ দেখা যায়। ছাত্রীনিবাসে একটি ...

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন।   তারিখঃ ১৪ ই আগস্ট ২০২১  বরাবর  প্রধান শিক্ষক  সবুজ কানন স্কুল ও কলেজ  সিরাজগঞ্জ।  বিষয়ঃ  জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ ঘণ্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। মহোদয়, সম্মানপূর্বক নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়ে আগামীকাল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। শোক দিবসের অনুষ্ঠানের বিভিন্ন কাজ সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য প্রতিটি শ্রেণিকেই কোনো না কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওপর দায়িত্ব পড়েছে মঞ্চসজ্জা। আগামীকাল শোক দিবসের সার্বিক কাজ সুসম্পন্ন করার জন্য আজ ৪র্থ ঘণ্টার পর ক্লাস সমুহ স্থগিত করলে ভাল হয়। অতএব, জনাবের নিকট বিনীত আবেদন, ৪র্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত করে বাধিত করবেন।  বিনীত নিবেদক  আপনার একান্ত বাধ্যগত ছাত্র  মোঃ নাহিদ ইসলাম 

তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদন পত্র লিখো। Write an application to the Upazila Chairman to set up a library in your area.

তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদন পত্র লিখো। তারিখঃ ১০ ই ফেব্রুয়ারি ২০২১ বরাবর উপজেলা চেয়ারম্যান  গোদাগাড়ী উপজেলা পরিষদ  রাজশাহী।  বিষয়ঃ গোদাগাড়ী পূর্বপাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন।  মহোদয়,  সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমাদের গোদাগাড়ী পূর্বপাড়ায় হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী সহ জনসংখ্যা প্রায় দুই হাজারের ওপরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এখানে কোন পাঠাগার নেই। ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চা, মানসগঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এ ছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্র-পত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কে জ্ঞানচর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে।  অতএব, গোদাগাড়ী পূর্বপাড়ায় সব বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতিসত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।  নিবেদক  গোদাগাড়ী পূর্বপাড়ার জনসাধারণের পক্ষে  রোদেলা শারমিন  

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। Application to the head teacher for providing potable water in the school.

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।   তারিখঃ ৩রা অগাস্ট ২০২০  বরাবর  প্রধান শিক্ষক  জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়  জামালপুর।  বিষয়ঃ সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন।  মহোদয়,  বিনীত নিবেদন এই যে, আমাদের স্কুলের টিউবওয়েলটি আর্সেনিকমুক্ত না হওয়ায় আমরা খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। এ অবস্থায় আমাদের স্কুলে দ্রুত একটি  আর্সেনিকমুক্ত  টিউবওয়েল স্থাপন করা দরকার।   অতএব, জনাবের নিকট বিনীত আবেদন, জরুরি ভিত্তিতে একটি  আর্সেনিকমুক্ত  টিউবওয়েল স্থাপন করে বাধিত করবেন।   বিনীত নিবেদক  জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষে  অনিন্দ্য সোম  শ্রেণিঃ ৭ম  রোলঃ ০৫ 

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। Appeal to head teacher for waiver of fine.

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।  তারিখঃ ৩রা নভেম্বর ২০২০  বরাবর  প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা। মাধ্যমঃ শ্রেণিশিক্ষক।   বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।  মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই  আমার বেতন পরিশোধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর।  অতএব, বিনীত আবেদন এই যে, সহদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন।  নিবেদক  আপনার একান্ত অনুগত ছাত্র  ফয়সাল আহমেদ সুমন  শ্রেণিঃ সপ্তম  রোল নম্বরঃ ৯