Skip to main content

Posts

Showing posts from March 31, 2021

কোন বুড়ি বেহেশতে যাবে না!

কোন বুড়ি বেহেশতে যাবে না! তোমরা একথা নিশ্চয় জান, এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে তার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন আমাদের নবীজী। তাঁর আলোকময় বদনখানা ছিল চাঁদের চেয়েও উজ্জ্বল। তাঁর কোমল-সুন্দর আচরণে মোমের মত গলে যেত জাতশত্রুরাও। যারা তাঁর কাছে আসতো তারা কখনো ছেড়ে যেতে চাইতো না নবীজীকে। তাঁর কথা-কর্ম ও চরিত্র ছিল যাদুমাখা, মধুময়। আমাদের নবীজী (সাঃ) যে শুধু সর্বক্ষণ ধর্মের কথাই বলতেন তা কিন্তু নয়। তিনি মাঝে মধ্যে গল্প করতেন, কৌতুক করতেন এবং রসিকতাও করতেন। একবার এক বুড়ি এলো নবীজীর দরবারে। বুড়িকে দেখে নবীজী বললেন, 'কোন বুড়ি বেহেশতে যাবে না!' একথা শুনে তো বুড়ি অস্থির। কেঁদে কেঁদে কাহিল। বুড়ির এ হাউমাউ কান্না দেখে নবীজী তাকে সান্ত্বনার-সুরে ডাকলেন। রসিকতার হাসি হেসে বললেন, আরে তুমি যখন বেহেশতে যাবে তখন কি বুড়ি থাকবে! তখন তো তুমি পূর্ণযৌবনা হয়েই বেহেশতে যাবে। এ কথা শুনে বুড়ি হেসে উঠল, বলল ও-এই কথা!!