Skip to main content

Posts

Showing posts from April 8, 2021

বাংলাদেশের কৃষক

বাংলাদেশের কৃষক বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের জাতীয় অর্থনীতি অনেকটা কৃষির ওপর নির্ভরশীল। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নতুন নতুন ফসলের অযুত সম্ভারে এদেশকে যারা সমৃদ্ধ করছে তারা হলো বাংলাদেশের কৃষক, যাদের অধিকাংশই দরিদ্র ও নিরক্ষর। অথচ তারাই এদেশের উন্নয়নের চাবিকাঠি। কৃষকের অক্লান্ত পরিশ্রমে এ দেশ ভরে ওঠে ফসলের সমারোহে। আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান খাদ্য তথা ভাত, ডাল, শাকসবজি সবই আসে কৃষি থেকে আর তা উৎপাদন করে কৃষক। বাংলাদেশে প্রতিষ্ঠিত অনেক শিল্প কৃষিকে কেন্দ্র করে আবর্তিত।  বাংলাদেশের কৃষকরাই এসব শিল্পের কাঁচামালের জোগান দেয়। যেমনঃ বাংলাদেশের বস্ত্র শিল্পের প্রধান উপকরণ পাট, তুলা, রেশম ইত্যাদি আসে কৃষি থেকে। বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষক বিশেষ ভুমিকা রেখে চলেছে। পাট ও পাটজাত পণ্য রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে কৃষি ও কৃষকের এত এত অবদান থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নাজুক।  বাংলাদেশের অধিকাংশ কৃষক ভূমিহীন। অন্যের জমিতে তারা বর্গাচাষ করে। অনেকের হালের বলদ পর্যন্ত নেই। এছাড়া মধ্যস্বত্ব...

Some Important Vocabulary with Synonyms and Antonyms (#Part=5)

  [accordion] 21. Obsolete (adj.) = সেকেলে; অপ্রচলিত। Synonyms:  Old, Ancient, Outdated, Outmoded, Outworn. Antonyms:  Current, New, Modern, Uptodate, Contemporary. 22. Qualified (adj.) = যোগ্যতাসম্পন্ন। Synonyms:  Competent, Suitable, Eligible, Capable, Efficient. Antonyms:  Unqualified, Unable, Inexperienced, Incapable, Powerless. 23. Rapid (adj.) = দ্রুত; বেগবান।  Synonyms:  Quick, Swift, Speedy, Fast, Prompt. Antonyms:  Slow, Lazy, Tardy, Sluggish, Leisurely. 24. Sacred (adj.) = পবিত্র; ধর্মীয়। Synonyms:  Holy, Heavenly, Religious, Divine, Blessed. Antonyms:  Mundane, Profane, Irreligious, Secular, Ungodly. 25. Zenith (n.) = চূড়া; শিখর। Synonyms:  Acme, Climax, Height, Peak, Summit. Antonyms:  Nadir, Bottom, Depth, Lowest point, Base.