Skip to main content

Posts

Showing posts from February 4, 2021

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। Application to the head teacher for providing potable water in the school.

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।   তারিখঃ ৩রা অগাস্ট ২০২০  বরাবর  প্রধান শিক্ষক  জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়  জামালপুর।  বিষয়ঃ সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন।  মহোদয়,  বিনীত নিবেদন এই যে, আমাদের স্কুলের টিউবওয়েলটি আর্সেনিকমুক্ত না হওয়ায় আমরা খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। এ অবস্থায় আমাদের স্কুলে দ্রুত একটি  আর্সেনিকমুক্ত  টিউবওয়েল স্থাপন করা দরকার।   অতএব, জনাবের নিকট বিনীত আবেদন, জরুরি ভিত্তিতে একটি  আর্সেনিকমুক্ত  টিউবওয়েল স্থাপন করে বাধিত করবেন।   বিনীত নিবেদক  জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষে  অনিন্দ্য সোম  শ্রেণিঃ ৭ম  রোলঃ ০৫