একবার এক ব্যক্তি রাসুল (সাঃ) এর কাছে এসে ভিক্ষা চাইল। রাসুল (সাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? সে বললো একটা কম্বল আছে যার একাংশ পরিধান করি এবং একাংশ বিছিয়ে শুই। আর একটা পেয়ালা যা দিয়ে পানি পান করি। রাসুল (সাঃ) বললেন; যাও, ঐ দুটি জিনিস আমার কাছে নিয়ে এসো। লোকটি তৎক্ষণাত গিয়ে জিনিস দুটি নিয়ে এলো। রাসুল (সাঃ) জিনিস দুটি তার কাছ থেকে নিয়ে নিলেন এবং সমবেত সাহাবীকে বললেন, এই জিনিস দুটি তোমরা কেউ কিনবে নাকি? একজন সাহাবী বললেন, আমি এক দিরহামে নিতে পারি। অপর একজন বললেন, আমি দুই দিরহামে নিতে পারি। রাসুল (সাঃ) দ্বিতীয় ব্যক্তিকে পেয়ালা ও কম্বলটি দিলেন এবং তার কাছ থেকে দুই দিরহাম নিয়ে ঐ লোকটিকে দিলেন। তাকে বললেন, এক দিরহাম দিয়ে খাবার কিনে তোমার পরিবারকে দাও। আর এক দিরহাম দিয়ে একখানা কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো। লোকটি কুঠার কিনে নিয়ে এলে রাসুল (সাঃ) তাতে আছাড়ি লাগিয়ে দিয়ে বললেন, ''যাও এ দিয়ে কাঠ কাটবে। ১৫ দিনের মধ্যে তোমাকে যেন আমি না দেখি।'' সে নির্দেশ মোতাবেক কাজ করলো। একদিন এসে জানালো যে, দশ দিরহাম লাভ পেয়েছে। এর কিছু দিয়ে সে খাবার এবং কিছু দিয়ে কাপড় কিনল। রাসু...
শেখো নিজের ইচ্ছে মতো