Language ( ভাষা ) Language ( ভাষা): মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে মানুষকে বিভিন্ন কাজে ও উদ্দেশে মনের ভাব প্রকাশ করতে হয়। আমরা মুখে বলি এবং হাতে লিখে জেসব ভাব প্রকাশ করে থাকি, সেগুলোকেই সাধারণত ভাষা বলা হয়। মানুষ তার দৈনন্দিন জিবনে একে অপরের নিকট মনের ভাব বিভিন্ন প্রকার Sound বা ধ্বনির মাধ্যমে প্রকাশ করে থাকে। আর এসব Sound বা ধ্বনিগুলো উচ্চারিত হয় আমদের মুখ, জিভ, দাঁত, মাড়ি, তালু, ঠোঁট, নাক ইত্যাদি বাগযন্ত্রের সাহায্যে। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারিত হই তাকে Language বা ভাষা বলে। সংজ্ঞাঃ মনের ভাব প্রকাশের জন্য জেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে Language বা ভাষা বলে। English: The combination of sound which is used to express clear and meaningful sense is called Language. পৃথিবীতে অনেক রকম ভাষা আছে। এক এক দেশের মানুষ এক এক ভাসায় তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। যেমন- আমরা বাংলাদেশী। আমরা বাংলা ভাসায় মনের ভাব প্রকাশ করি। English Languag...
শেখো নিজের ইচ্ছে মতো