Language ( ভাষা )
Language (ভাষা): মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে মানুষকে বিভিন্ন
কাজে ও উদ্দেশে মনের ভাব প্রকাশ করতে হয়। আমরা মুখে
বলি এবং হাতে লিখে জেসব ভাব প্রকাশ করে থাকি, সেগুলোকেই সাধারণত ভাষা বলা হয়। মানুষ
তার দৈনন্দিন জিবনে একে অপরের নিকট মনের ভাব বিভিন্ন প্রকার Sound বা ধ্বনির মাধ্যমে
প্রকাশ করে থাকে। আর এসব Sound বা ধ্বনিগুলো উচ্চারিত হয় আমদের মুখ, জিভ, দাঁত, মাড়ি,
তালু, ঠোঁট, নাক ইত্যাদি বাগযন্ত্রের সাহায্যে। অর্থাৎ
মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে যেসব
অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারিত হই তাকে Language বা ভাষা বলে।
সংজ্ঞাঃ মনের
ভাব প্রকাশের জন্য জেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে Language
বা ভাষা বলে।
English: The
combination of sound which is used to express clear and meaningful sense is
called Language.
পৃথিবীতে
অনেক রকম ভাষা আছে। এক এক দেশের মানুষ এক এক ভাসায় তাদের মনের ভাব প্রকাশ করে থাকে।
যেমন- আমরা বাংলাদেশী। আমরা বাংলা ভাসায় মনের ভাব প্রকাশ করি।
English
Language: ইংল্যান্ড, আমেরিকা প্রভৃতি দেশের লোকেরা যে ভাষায় তাদের মনের ভাব প্রকাশ
করে থাকে, তাকে English Language বলে। মাতৃভাষার পাশাপাশি আমাদের ইংরেজি ভাষা কানা আবশ্যক।
কারণ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিদেশের সাথে বিভিন্ন কাজে যোগাযোগ রক্ষার জন্য
ইংরেজি ভাষায় ব্যবহার করতে হয়। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের অধিকাংশ পুস্তকই ইংরেজি ভাষায়
লেখা। তাই উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ইংরেজি জানা অপরিহার্য।
Mother Tongue: মায়ের কাছ থেকে যে ভাষা অর্জন (শেখা) করা হয়, তাকে Mother Tongue বা মাতৃভাষার বলে। English: The language acquired from mother is called Mother Tongue.
Grammar ( ব্যাকরণ ): যে বই পাঠ করলে আমরা ভাষা শুদ্ধরূপে লেখতে, পরতে ও বলতে পারি, তাকে Grammar বলে। English: The book from which we may know the rules of speaking, reading and writing a language correctly is called grammar.
English Grammar (ইংরেজি ব্যাকরণ ): যে বই পাঠ করলে আমরা ইংরেজি ভাষা শুদ্ধরূপে লেখতে, পরতে ও বলতে পারি, তাকে English Grammar বলে। English: The book from which we may know the rules of speaking, reading and writing a English correctly is called English grammar.
যে কোন ভাষায় দক্ষতা অর্জন করতে হলে সেই ভাষার নিয়ম-কানুনগুলো
যথাযথ ভাবে আয়ত্ত করতে হয়। কারণ প্রত্যেক ভাষারই রয়েছে নিজস্ব কিছু নিয়ম-কানুন আর সেগুলোই ইংরেজিতে Grammar বাংলায় ব্যাকরণ
বলে। Grammar হল ভাষার (Language)-এর বিশ্লেষণ।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।