Skip to main content

Posts

Showing posts from February 1, 2021

দুধে পানি ঢালা হলো না ।। গল্প ।। বিনোদন ।। পড়াশোনা BD

দুধে পানি ঢালা হলো না  নবীজীর শহর মদীনা তখন আঁধার রাতের চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে নিঝুম। কোথাও কোন সাড়া শব্দ নেই। কোন কোন ঘর থেকে শুধু ক্ষীণ কণ্ঠে ভেসে আসছে তাহাজ্জুদের তেলাওয়াত কিংবা দু'আ মুনাজাত। এটা অবশ্য রাতের মদীনার পরিচিত আওয়াজ। সেই সময় মদীনার নির্জন পথে দুতি মানুষের ছায়া অতি সন্তপর্ণে হেঁটে চলেছে। কেন? কি তাদের উদ্দেশ্য কে জানে!  এক ঘর থেকে একটি নারী কণ্ঠের আওয়াজ পেয়ে ছায়া দুটি থেমে গেলো। এতো রাতে কীসের কথা! তাদের কৌতূহল হলো। তাই আরো কাছে গিয়ে একেবারে ঘরের সাথে লেগে দাঁড়ালো। সেই নারী কণ্ঠ ব্যস্ত হয়ে বলছে- লায়লা! এই লায়লা! ওঠো, তাড়াতাড়ি ওঠো।  এবার এক বালিকার কণ্ঠ- কেন মা, কী হয়েছে? ― দুধে পানি মেশাও, তবেই না বেশি লাভ হবে, আমাদের অভাব দূর হবে।  ― আম্মা, আমীরুল মুমিনীন ওমর যে নিষেধ করেছেন!  ― বোকা মেয়ে! ওমর কি আর এখন দেখছেন! তাছাড়া আমরা গরীব, অতসব ভাবলে কি আমাদের চলে?  ― কিন্তু ওমরের রব যে দেখছেন! ― ( কিছুক্ষণ নিরবতার পর ) মা, তুমি থিক বলেছো। আমার চোখ খুলে দিয়েছো। আখেরাতের বরবাদি থেকে আমাকে রক্ষা করেছো।  সেই রাতে দুধে আর পানি মেশানো হলো না। তখন প্রা...