Skip to main content

Posts

Showing posts from February 2, 2021

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। Appeal to head teacher for waiver of fine.

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।  তারিখঃ ৩রা নভেম্বর ২০২০  বরাবর  প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা। মাধ্যমঃ শ্রেণিশিক্ষক।   বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।  মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই  আমার বেতন পরিশোধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর।  অতএব, বিনীত আবেদন এই যে, সহদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন।  নিবেদক  আপনার একান্ত অনুগত ছাত্র  ফয়সাল আহমেদ সুমন  শ্রেণিঃ সপ্তম  রোল নম্বরঃ ৯  

কী-বোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয় কেন? ব্যাখ্যা করো। Why is the keyboard called the main input device? Explain.

প্রশ্নঃ কী-বোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয় কেন? ব্যাখ্যা করো।  উত্তরঃ কী-বোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয়। কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে কী-বোর্ডের মাধ্যমে নির্দেশনা দিতে হয়। বিশেষ করে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং কাজে একমাত্র কী-বোর্ড দিয়ে প্রায় সকল ধরনের নির্দেশনা দিতে হয়। কোনো কিছু লিখতে কী-বোর্ড আবশ্যক। কেননা কী-বোর্ডের মাধ্যমে বিভিন্ন ভাষার কমান্ড থাকে। কী-বোর্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন থাকে। একজন ব্যবহারকারী সহজেই সেগুল কী-বোর্ড কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তাছাড়া কী-বোর্ড দিয়ে যেসকল কাজ করা যাবে কিন্তু অন্যান্য ইনপুট যন্ত্র দিয়ে সে সব কাজ করা যাবে না। এ কারনেই কী-বোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয়।