জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। তারিখঃ ৩রা নভেম্বর ২০২০ বরাবর প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা। মাধ্যমঃ শ্রেণিশিক্ষক। বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার বেতন পরিশোধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই। কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। অতএব, বিনীত আবেদন এই যে, সহদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র ফয়সাল আহমেদ সুমন শ্রেণিঃ সপ্তম রোল নম্বরঃ ৯
শেখো নিজের ইচ্ছে মতো