Skip to main content

Posts

Showing posts with the label কম্পিউটার

RAM ও ROM কি?

  RAM ও ROM কি? সংজ্ঞা দেওয়ার পূর্বে প্রথমেই RAM ও ROM সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য আলোচনা করা যাক। ধরুন আপনি ১ ঘণ্টা যাবৎ যে কোনো বিষয়ের উপর আলোচনা শুনছেন। ঘণ্টাব্যাপি যা কিছু আলোচনা হয়েছে আপনি তার সব কিছুই কি মনে রাখতে পেরেছেন? অবশ্যই না। কিছু কথা হয়তো আপনি স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। আর বাকিগুলো সব স্মৃতি থেকে মুছে যাবে। অর্থাৎ আমরা সারা জীবনে যা কিছু শুনি তার সবটাই যদি স্মরণে থাকতো তাহলে স্মৃতি কিন্তু এক সময় শেষ হয়ে যেত। কিন্তু তা না হয়ে আপনার কথাগুলো যে স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে আছে ঐ স্মৃতিকে আমরা ROM এবং যে স্মৃতি কথাগুলো ধরে রাখতে পারে না তাকে আমরা RAM এর সাথে তুলনা করতে পারি।  ROM (Read Only Memory): ROM এর পূর্ণ অর্থ হচ্ছে Read Only Memory. ROM এর মধ্যে লেখা তথ্যকে আমরা শুধু পড়তে পারি, মুছে ফেলতে বা লিখতে পারি না। ROM কম্পিউটারের একটি স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ চলে গেলে বা আপনা আপনি কম্পিউটার বন্ধ হয়ে গেলে ROM এর মধ্যে লেখা তথ্য মুছে যায় না। ROM-এ অতি প্রয়োজনীয় কিছু স্থায়ী নির্দেশনা দেয়া থাকে। এ নির্দেশনার সাহায্যেই Microprocessor কম্পিউটার চালনা করে। অর্থাৎ ROM এ...

Windows কি?

Windows কি?  প্রথমেই জেনে নেই Windows ( GUI - Graphical User Interface ) একটি চিত্রভিত্তিক Operating System এর নাম যার উৎপত্তি Window অর্থাৎ জানালা থেকে। Windows এমন একটি Operating System যার প্রতিটি বিষয় দৃশ্যমান। খোলা জানালার মতো। খোলা জানালায় যেমন ভিতর-বাইরের সব কিছু দেখা যায় তেমনি চিত্রভিত্তিক Operating System Windows এর সব কিছুই বিভিন্ন চিহ্ন সম্বলিত যাতে কম্পিউটার ব্যবহারকারী নতুন হলেও তা নিজে নিজেই শিখতে পারে। Windows একটি System Software বা Operating System এর নাম। এতে সহজে Access করা যায়। Windows মূলতঃ কতগুলো Program Group নিয়ে গঠিত এবং প্রতিটি Program এর একটি সাংকেতিক চিহ্ন থাকে, যাকে আমরা Icon হিসেবে চিনি। আমাদের সমস্ত কাজই Desktop এর উপরে সাজানো গোছানোভাবে দেয়া আছে যা থেকে একজন কম্পিউটার ব্যবহারকারী সহজেই তার কাঙ্খিত কাজ করতে পারে।  যেমনঃ My Document, My Computer, Recycle Bin, Internet Explorer, Microsoft Office Word, Microsoft Office Excel ইত্যাদি Icon বিশিষ্ট একেকটি Group Program. অর্থাৎ Windows হলো More easier to use, Easy Access to any program, Easy a...

History of Windows

History of Windows Windows এর ইতিহাসঃ ১৯৯৫ সালের পূর্ববর্তী সময়ে আমরা Windows Operating System ব্যবহার করেছি। কিন্তু সেটি ছিল DOS ভিত্তিক। DOS নির্ভর হওয়ায় এর ব্যবহার ছিল জটিল প্রকৃতির। কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দিলে সরাসরি উইন্ডোজ পর্দায় না এসে শুধু স্ক্রীন এর উপরে Root Directory (C:\>) চিহ্নটি আসত। Command এর মাধ্যমে উইন্ডোজকে পর্দায় আনতে হতো। উইন্ডোজ এর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এর প্রথম ভার্সন 2.0 ( DOS base ) আবিষ্কার হয় ১৯৮৮ সালে। এরপর ১৯৯০ - ১৯৯২ সাল পর্যন্ত 3.0, 3.1 এবং 3.1.1 এর সংস্করণ হয়। উপরোক্ত ভার্সনগুলো DOS নির্ভর হওয়ায় এর ব্যবহার ছিল Command ভিত্তিক। যেমনঃ Windows কে Run করতে হতো C:\>cd\windows ( Enter ) তারপর আবার C:\windows>win লিখে। কমান্ড ভুল করলে Computer run করানো সম্ভব হতো না। এসব কথা মাথায় রেখে Microsoft Corporation ১৯৯৫ সালে Windows ' 95 আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে, যা কম্পিউটারের ইতিহাসে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে খ্যাতি অর্জন করে। এটি ছিল স্বয়ংসম্পূর্ণ একটি চিত্রভিত্তিক Operating System ( GUI - Graphical User Interface ). W...

কম্পিউটারের প্রজন্ম। The generation of computers.

কম্পিউটারের প্রজন্ম। The generation of computers. প্রথম থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন ধরনের কম্পিউটার তৈরির ইতিহাসকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে।  প্রথম প্রজন্মঃ প্রথম প্রজন্ম হিসেবে ধরা হয় ১৯৪০ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই ১৮ বছরকে। ১৯৪০ সালে প্রথম ইলেকট্রিক কম্পিউটার তৈরির প্রচেষ্টা চলে। ১৯৪২ সালে আউওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঁটানপস বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে ছোট একটি কম্পিউটার তৈরি করেন তার নাম দেন ABC (Atanas of Barry Computer)। এটি প্রতি সেকেন্ডে ৫০০ টি গণনা করতে পারত। এরপর ১৯৪৪ সালে Mark-1 নামে একটি যন্ত্র তৈরি করা হয় যা সত্যিকারের একটি কম্পিউটারের ছিল। এতে নির্দেশ এবং তথ্য ও জমা করে রাখা সম্ভব ছিল।  দ্বিতীয় প্রজন্মঃ ১৯৫৮ সালে থেকে ১৯৬৫ সাল পর্যন্ত এই ৮ বছর সময়কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম হিসেবে ধরা হয়। দ্বিতীয় প্রজন্মের আবিষ্কার ছিল একটি যুগান্তকারী পরিবর্তনের। আবিষ্কার হয় IC (Integrated Circuit)। ফলশ্রুতিতে কম্পিউটারের  আকারে হয়ে আসে ছোট।  তৃতীয় প্রজন্মঃ ১৯৬৫ সাল থেকে ১৯৭০ এই পাঁচ বছর IC (Integrated Circuit) এর নানা উন্নততর সংস্করণ সাধি...

কম্পিউটারের ইতিহাস

                                                                                    কম্পিউটারের ইতিহাস  নানা বিবর্তন ও পরিবর্তন হয়ে আজকের এই আধুনিক কম্পিউটার বাস্তব রূপ লাভ করেছে।  প্রাথমিক যুগে আঙ্গুল দিয়ে, পাথর বা পায়ের দাগ কেটে গণনার পরিবর্তে আধুনিক যুগের ডিজিটাল বা সংখ্যাভিত্তিক গণনা শুরু হয়েছে। আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে গণনা যন্ত্র অ্যাবাকাস সর্বপ্রথম পূর্ব চীন দেশে শুরু হয়েছিল। স্থান ভেদে এর নাম ও ধরণ কিছুটা ভিন্ন হয়ে বিভিন্ন দেশে ব্যবহার হতো বলে আমরা জানতে পারি। যেমনঃ একই অ্যাবাকাস কিছুটা ভিন্ন গঠনে জাপানে সরোবার, চীনে সুয়ান-পান এবং রাশিয়ায় স্কোটিয়া নামে পরিচিত। প্রাচীনকাল অ্যাবাকাস যন্ত্রটি প্রচুর ব্যবহৃত হলেও মানুষ এতে সন্তুষ্ট থাকতে পারেনি। সেজন্য যুগে যুগে বিভিন্ন মনিষীবিদগণ আবিষ্কারের নতুন নতুন ধারা অব্যাহত রেখেছেন। ...

কম্পিউটার কি ?

কম্পিউটার কি ? ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দের উৎপত্তি, যার অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার হল কোন জটিল সমস্যা সমাধানের জন্য সারিবদ্ধ, সুশৃংখল নির্দেশ বা প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি হিসাবকারী যন্ত্র। যদিও হিসাবকে সামনে রেখে কম্পিউটারের যাত্রা শুরু তথাপি আধুনিক কম্পিউটারকে শুধু হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ আজকের কম্পিউটার শুধুমাত্র হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাল্টিপারপাস ব্যবহার হয়ে আসছে। যেমন- গবেষণাকাজে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে না। কম্পিউটার হল বর্তমান বিশ্বে সর্বাধিক দ্রুতগতির ও চমকপ্রদক ইলেকট্রনিক্স যন্ত্র, যা নির্ভুলভাবে বিশ্লেষণ করে তথ্য প্রদান করে থাকে। অতএব, কম্পিউটার একটি যন্ত্র যা তথ্য গ্রহণ, ধারণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রদান করতে পারে।