Windows কি?
প্রথমেই জেনে নেই Windows ( GUI - Graphical User Interface ) একটি চিত্রভিত্তিক Operating System এর নাম যার উৎপত্তি Window অর্থাৎ জানালা থেকে। Windows এমন একটি Operating System যার প্রতিটি বিষয় দৃশ্যমান। খোলা জানালার মতো। খোলা জানালায় যেমন ভিতর-বাইরের সব কিছু দেখা যায় তেমনি চিত্রভিত্তিক Operating System Windows এর সব কিছুই বিভিন্ন চিহ্ন সম্বলিত যাতে কম্পিউটার ব্যবহারকারী নতুন হলেও তা নিজে নিজেই শিখতে পারে। Windows একটি System Software বা Operating System এর নাম। এতে সহজে Access করা যায়।
Windows মূলতঃ কতগুলো Program Group নিয়ে গঠিত এবং প্রতিটি Program এর একটি সাংকেতিক চিহ্ন থাকে, যাকে আমরা Icon হিসেবে চিনি। আমাদের সমস্ত কাজই Desktop এর উপরে সাজানো গোছানোভাবে দেয়া আছে যা থেকে একজন কম্পিউটার ব্যবহারকারী সহজেই তার কাঙ্খিত কাজ করতে পারে।
যেমনঃ My Document, My Computer, Recycle Bin, Internet Explorer, Microsoft Office Word, Microsoft Office Excel ইত্যাদি Icon বিশিষ্ট একেকটি Group Program. অর্থাৎ Windows হলো More easier to use, Easy Access to any program, Easy accessing to the Internet and more reliable operating system.
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।