RAM ও ROM কি?
সংজ্ঞা দেওয়ার পূর্বে প্রথমেই RAM ও ROM সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য আলোচনা করা যাক। ধরুন আপনি ১ ঘণ্টা যাবৎ যে কোনো বিষয়ের উপর আলোচনা শুনছেন। ঘণ্টাব্যাপি যা কিছু আলোচনা হয়েছে আপনি তার সব কিছুই কি মনে রাখতে পেরেছেন? অবশ্যই না। কিছু কথা হয়তো আপনি স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। আর বাকিগুলো সব স্মৃতি থেকে মুছে যাবে। অর্থাৎ আমরা সারা জীবনে যা কিছু শুনি তার সবটাই যদি স্মরণে থাকতো তাহলে স্মৃতি কিন্তু এক সময় শেষ হয়ে যেত। কিন্তু তা না হয়ে আপনার কথাগুলো যে স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে আছে ঐ স্মৃতিকে আমরা ROM এবং যে স্মৃতি কথাগুলো ধরে রাখতে পারে না তাকে আমরা RAM এর সাথে তুলনা করতে পারি।
ROM (Read Only Memory): ROM এর পূর্ণ অর্থ হচ্ছে Read Only Memory. ROM এর মধ্যে লেখা তথ্যকে আমরা শুধু পড়তে পারি, মুছে ফেলতে বা লিখতে পারি না। ROM কম্পিউটারের একটি স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ চলে গেলে বা আপনা আপনি কম্পিউটার বন্ধ হয়ে গেলে ROM এর মধ্যে লেখা তথ্য মুছে যায় না। ROM-এ অতি প্রয়োজনীয় কিছু স্থায়ী নির্দেশনা দেয়া থাকে। এ নির্দেশনার সাহায্যেই Microprocessor কম্পিউটার চালনা করে। অর্থাৎ ROM এর মৌলিক নির্দেশ ছাড়া কম্পিউটার চলতে পারে না। কম্পিউটার তৈরির সময়ই ROM এর নির্দেশনা সন্নিবেশিত করে দেওয়া হয়।
RAM (Random Access Memory): RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. RAM কম্পিউটারের একটি ক্ষণস্থায়ী স্মৃতি। আমরা কম্পিউটারে যে সকল কাজ করে থাকি তার সবটাই কিন্তু RAM এর মধ্যে সংগঠিত হয়। কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার ব্যবহারকারী যদি বন্ধ করে দেন তখন RAM-এ সংগঠিত সকল লেখা তথ্য মুছে যায় অর্থাৎ RAM পুরোপুরি ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে কম্পিউটার পুনরায় চালু করলে RAM নতুন তথ্য বা প্রোগ্রাম গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।