History of Windows
Windows এর ইতিহাসঃ ১৯৯৫
সালের পূর্ববর্তী সময়ে আমরা Windows Operating System ব্যবহার করেছি। কিন্তু সেটি
ছিল DOS ভিত্তিক। DOS নির্ভর হওয়ায় এর ব্যবহার ছিল জটিল প্রকৃতির। কম্পিউটারে
বিদ্যুৎ সংযোগ দিলে সরাসরি উইন্ডোজ পর্দায় না এসে শুধু স্ক্রীন এর উপরে Root
Directory (C:\>) চিহ্নটি আসত। Command এর মাধ্যমে উইন্ডোজকে পর্দায় আনতে হতো।
উইন্ডোজ এর ইতিহাস
পর্যালোচনা করে দেখা যায় এর প্রথম ভার্সন 2.0 ( DOS base ) আবিষ্কার হয় ১৯৮৮ সালে।
এরপর ১৯৯০ - ১৯৯২ সাল পর্যন্ত 3.0, 3.1 এবং 3.1.1 এর সংস্করণ হয়। উপরোক্ত
ভার্সনগুলো DOS নির্ভর হওয়ায় এর ব্যবহার ছিল Command ভিত্তিক। যেমনঃ Windows কে
Run করতে হতো C:\>cd\windows ( Enter ) তারপর আবার C:\windows>win লিখে।
কমান্ড ভুল করলে Computer run করানো সম্ভব হতো না।
এসব কথা মাথায় রেখে
Microsoft Corporation ১৯৯৫ সালে Windows ' 95 আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন
সৃষ্টি করে, যা কম্পিউটারের ইতিহাসে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে খ্যাতি অর্জন
করে। এটি ছিল স্বয়ংসম্পূর্ণ একটি চিত্রভিত্তিক Operating System ( GUI - Graphical
User Interface ). Windows ' 95 স্বয়ংসম্পূর্ণ হলেও Internet ব্যবহারের ক্ষেত্রে
সীমাবদ্ধতা ছিল।
এর পরবর্তীতে ১৯৯৮ সালে নতুন Feature সম্বলিত Windows বাজারজাত করে, যাতে ইন্টারনেট ব্যবহারের সকল সুবিধা বিদ্যমান ছিল। ১৯৯৮ এর পরের ইতিহাস সম্পর্কে আমরা সবাই মোটামুটি জ্ঞাত। সহজে Install প্রক্রিয়া সম্বলিত Windows XP, Windows 7, Windows 8, Windows 10 সহ বিভিন্ন নামের সংস্করণ ভার্সন আমরা বর্তমানে ব্যবহার করছি।

Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।