মে ১০, ২০২১
প্রিয় রাতুল,
স্নেহ ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছ। আজ তোমাকে হাত ধোয়ার বিষয়ে লিখতে বসেছি। তুমি বর্তমানে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিশ্চয় জানো। এই ভাইরাস মারাত্মক ছোঁয়াচে। এর সংক্রমণ থেকে বাঁচতে হলে সবসময় হাত পরিষ্কার রাখতে হবে। এজন্য সাবান দিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে হাত ধুতে হবে। তুমি সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়মিত ২০ সেকেন্ড ধরে হাত ধুবে। অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবে না। হাঁচি-কাশি দেওয়ার পর সাথে সাথে জীবাণুনাশক সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিবে। এছাড়াও খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর অবশ্যই হাত ধুয়ে নিবে। এই হাত ধোয়ার মাধ্যমে তুমি করোনা ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক জীবাণু থেকে সুরক্ষিত থাকতে পারবে।
আজ এখানেই শেষ করছি। করোনার এই সময়ে অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না। ভালো থেকো। আব্বা-আম্মাকে আমার সালাম দিও।
তোমার বড় ভাই
রায়হান
- [message]
- বিশেষ দ্রষ্টব্য
- এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।