Alphabet (বর্ণমালা)
Alphabet: ইংরেজিতে A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি Letter বা বর্ণ রয়েছে। এই Letter বা বর্ণগুলোর সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে। Alphabet refers to the collection of all letters in a certain language. অর্থাৎ কোনো নির্দিষ্ট ভাষার অক্ষরের সমষ্টিকেই Alphabet বলে।
Kinds of Alphabet (বর্ণমালার প্রকারভেদ): উচ্চারণভেদে ইংরেজি Alphabet কে দু'ভাগে ভাগ করা যায়। যথাঃ
1. Vowel (স্বরবর্ণ): যেসব Letter বা বর্ণ অন্য Letter এর সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে Vowel বলে। The letter that is pronounced independently is called Vowel.
ইংরেজিতে Vowel মোট ৫ টি।
যেমনঃ A, E, I, O, U.
2. Consonant (ব্যঞ্জনবর্ণ): যেসব Letter বা বর্ণ অন্য Letter এর সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে Consonant বলে। The letter that cannot be pronounced independently is called Consonant.
ইংরেজিতে Vowel মোট ২১ টি।
যেমনঃ B, C, D, F, G, H, J, K, L, M, N,P, Q, R, S, T, V, W, X, Y, Z.
Note: W এবং Y কে Semi-vowel বা অর্ধ স্বরবর্ণ বলে। W এবং Y Word-এর প্রথমে বসলে Consonant এবং Word-এর মধ্যে বা পরে বসলে Vowel হিসেবে গণ্য হয়।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।