প্রশ্নঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ।
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে কোন না কোনভাবে প্রযুক্তি ব্যবহার করেনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকেন। আমাদের চারদিকের পরিচিত মানুষেরা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই ব্যক্তিগত যোগাযোগে, বিনোদন, সামাজিক যোগাযোগে, শিক্ষা ও গবেষণায়, ব্যবসায়, চিকিৎসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকেন। অফিসের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। এইরকম অফিসকে বলে ভার্চুয়াল অফিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া বর্তমান আধুনিক যুগ অচল। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।