Letter and Alphabet
Letter (বর্ণ): ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে Letter বা বর্ণ বলে।
Eng: The signs or symbol used to write a language are called letters.
যেমন- A, B, C, D ইত্যাদি।
Kind of Letter (বর্ণের প্রকারভেদ) ইংরেজি Letter গুলকে দুই ভাবে লেখা হয়। যথাঃ ঃ
1. Capital letter (বড় হাতের অক্ষর)
যেমন- A, B, C, D, E, F, G, H, I, J, K ,L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z .
2. Small letter (ছোট হাতের অক্ষর)
যেমন- a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z .
Hand-writing (হাতের লেখা): ইংরেজিতে হাতের লেখার জন্য আলাদা Letter বা বর্ণ আছে। এদেরকে Scripts বা হস্তাক্ষর বলে। হাতের লেখার Letter গুলোও দুই রকমের। যথাঃ
1. Capital letter hand-writing (বড় হাতের লেখার অক্ষর)
যেমন- A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z .
2. Small letter hand-writing (ছোট হাতের লেখার অক্ষর)
যেমন- a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z .
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।