- [accordion]
- 16. Gallant (adj.) = দুঃসাহসিক।
- Synonyms: Bold, brave, courageous, valiant, heroic.
Antonyms: Cowardly, timed, churlish, fearful, afraid. - 17. Jealous (adj.) = জিলাস, ঈর্ষাপরায়ণ।
- Synonyms: Envious, covetous, suspicious, wary, grudging.
Antonyms: Unjealous, unenvious, satisfied, liberal, glad. - 18. Judicious (adj.) = বিচক্ষণ।
- Synonyms: Wise, thoughtful, sagacious, expedient, prudent.
Antonyms: Indiscreet, unwise, silly, rash, foolish. - 19. Laconic (adj.) = অল্প কথায় প্রকাশিত; স্বল্পভাষী।
- Synonyms: Curt, terse, epigrammatic, reticent, brief.
Antonyms: Wordy, garrulous, eloquent, circumlocutory. - 20. Nervous (adj.) = স্নায়ুবিকভাবে দুর্বল; বিচলিত।
- Synonyms: Shaky, jumpy, timid, anxious, hesitant.
Antonyms: Brave, courageous, bold, confident, valiant.
তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদন পত্র লিখো। Write an application to the Upazila Chairman to set up a library in your area.
তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদন পত্র লিখো। তারিখঃ ১০ ই ফেব্রুয়ারি ২০২১ বরাবর উপজেলা চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ রাজশাহী। বিষয়ঃ গোদাগাড়ী পূর্বপাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। মহোদয়, সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমাদের গোদাগাড়ী পূর্বপাড়ায় হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী সহ জনসংখ্যা প্রায় দুই হাজারের ওপরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এখানে কোন পাঠাগার নেই। ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চা, মানসগঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এ ছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্র-পত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কে জ্ঞানচর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে। অতএব, গোদাগাড়ী পূর্বপাড়ায় সব বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতিসত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিবেদক গোদাগাড়ী পূর্বপাড়ার জনসাধারণের পক্ষে রোদেলা শারমিন
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।