মানুষের সমস্ত সম্পদ এবং মানবসভ্যতার ভিত্তি রচনাকারী শক্তির নাম শ্রম। শ্রমের কল্যাণেই মানুষ নিজেকে জীবজগতের অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা করেছে। মানবজীবনে সাফল্যের জন্য শ্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। শ্রমের মাধ্যমে সভ্যতা বিনির্মাণের পাশাপাশি মানুষ নিজের ভাগ্যকেও গড়ে নেয়। প্রতিটি মানুষের মাঝেই লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা। পরিশ্রমের মাধ্যমেই কেবল সেই সম্ভাবনাগুলো বাস্তবে রুপ লাভ করতে পারে।
অন্যদিকে, পরিশ্রম না করলে সেগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। শ্রমজীবী মানুষ তাদের কাজের প্রতি নিষ্ঠাবান হয়। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার বিষয়ে যত্নবান হয়। শ্রমের মূল্য বোঝে বলে তারা সকল শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতিশীল হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজের জীবন ও চারপাশের পরিবেশকে সাজিয়ে তোলে। ফলে শ্রমশীল মানুষের জীবন হয় সার্থক। অপর পক্ষে শ্রমবিমুখ মানুষেরা আলস্যে সময় নষ্ট করে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য অপরের মুখাপেক্ষী হয়।
তাই সাফল্য তাদের ভাগ্যে ধরা দেয় না। সাধারণ মানুষের কাছেও তাদের কোনো মুল্য থাকে না। শ্রম মানুষকে সমৃদ্ধির পথে চালিত করার পাশাপাশি দেয় সৃজনের আনন্দ। কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ মরুভূমিতেও সবুজের বিস্তার ঘটিয়েছে, সমুদ্রের বুকে গড়ছে মনোরম শহর। শ্রমের কল্যাণেই বিশ্বের সব অজানাকে জয় করা সম্ভব হয়েছে। বিশ্বের সকল মহৎ ব্যক্তির জীবন শ্রমের সাধনার দৃষ্টান্ত বহন করে। পৃথিবীতে যা কিছু স্মরণীয়, বরণীয়一 সবকিছুর পেছনেই রয়েছে শ্রমের অবদান। তাই শ্রমেই মানবজীবনের প্রকৃত পরিচয় নিহিত। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে শ্রমের মুল্য সম্পর্কে সচেতন হতে হবে।
Comments
Post a Comment
👉 মন্তব্যের ক্ষেত্রে পড়াশোনা বিডির নিয়মাবলী পড়তে ক্লিক করুন এখানে।