প্রশ্নঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে লেখো। উত্তরঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন এমন একটি যন্ত্র যার সাহায্যে কাগজ-কলম ছাড়াই নির্দিষ্ট বোতাম চেপে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে একাধারে সঠিক ভাবে গ্রহণ ও দ্রুততার সাথে ভোট গণনা করা সম্ভব।ভোটিং মেশিনের স্ক্রিনে প্রার্থীর মার্কার ডান পাশে বতাম থাকে। যে প্রার্থীকে পছন্দ করা হয় তার পাশে বোতামটি চাপা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ভোটটি গণনা করা যায়। ভোট প্রদান সহজ বলে বৃদ্ধ ও অক্ষম ভোটারগণ সহজেই তাদের মূল্যবান ভোট দিতে পারেন। ইলেকট্রনিক ভোটিং, মেশিন অনেক তাড়াতাড়ি নির্বাচনের ফলাফল দেওয়া যায়। ইলেকট্রনিক ভোটিং মেশিন যন্ত্রচালিত বলে এ ব্যবস্থায় অসদুপায় অবলম্বন করা যায় না।
শেখো নিজের ইচ্ছে মতো