Skip to main content

Posts

কম্পিউটার কি ?

কম্পিউটার কি ? ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দের উৎপত্তি, যার অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার হল কোন জটিল সমস্যা সমাধানের জন্য সারিবদ্ধ, সুশৃংখল নির্দেশ বা প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি হিসাবকারী যন্ত্র। যদিও হিসাবকে সামনে রেখে কম্পিউটারের যাত্রা শুরু তথাপি আধুনিক কম্পিউটারকে শুধু হিসাবকারী যন্ত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ আজকের কম্পিউটার শুধুমাত্র হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাল্টিপারপাস ব্যবহার হয়ে আসছে। যেমন- গবেষণাকাজে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে না। কম্পিউটার হল বর্তমান বিশ্বে সর্বাধিক দ্রুতগতির ও চমকপ্রদক ইলেকট্রনিক্স যন্ত্র, যা নির্ভুলভাবে বিশ্লেষণ করে তথ্য প্রদান করে থাকে। অতএব, কম্পিউটার একটি যন্ত্র যা তথ্য গ্রহণ, ধারণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রদান করতে পারে।  

Parts of English Grammar

Parts of English Grammar কার্য অনুসারে ইংরেজি ব্যাকরণ কে ৫ ভাগে বিভক্ত করা যায়। যথাঃ ১। Orthography ( বর্ণ প্রকরণ ): English Grammar - এর অংশ পাঠ করলে ইংরেজি বর্ণমালা ও শব্দের বানান শিক্ষা সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে। যেমন- কখন s, কখন ch, কখন sh, ব্যবহার করতে হয়; কিংবা কখন c, কখন k বা কখন q, ব্যবহার করতে হয়; কিংবা জাতীয় উচ্চারণের জন্য t বা, th বা, d ব্যবহার করতে হয় ইত্যাদি এ শাখা থেকে জানা যায়। যেমন- ইংরেজির কিছু Word Latin,  কিছু Word Greek,  কিছু Word French,  কিছু Word German,  কিছু Word Bangla ও Hindi,  কিছু Word Arabic ইত্যাদি ভাষা থেকে এসেছে।  Grammar এর এই শাখাতে Word সম্পর্কিত এরূপ বিচার বিশ্লেষণ করা হয়।  ২। Etymology ( পদ প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে পদ সমূহের শ্রেণীবিন্যাস, রূপান্তর, ও ব্যুৎপত্তি সম্পর্কে জানা যায়, তাকে Orthography বলে। ৩। Syntax ( বাক্য প্রকরণ ): English Grammar- এর যে অংশ পাঠ করলে বাক্যস্থিত শব্দগুলো যথাযথ প্রয়োগের দ্বারা বাক্য গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে Syntax ব...

প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে লিখ ?

প্রশ্নঃ  বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে লিখ ? উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট।  পৃথিবী থেকে ৩৬,০০০ হাজার কিলোমিটার উপরে অবস্থান করে বলেই একে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। ১২ ই মে ২০১৮ তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এভাবেই নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর ৫৭ তম দেশ হিসেবে গৌরব অর্জন করে। বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে।

সিরাজগঞ্জ জেলা

  সিরাজগঞ্জ জেলা প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে ? উত্তরঃ ১৯৮৪ সালে। প্রশ্নঃ   সিরাজগঞ্জ জেলার সীমানা কি ? উত্তরঃ উত্তরে বগুড়া, দক্ষিনে পাবনা, পূর্বে টাঙ্গাইল, জামালপুর ও যমুনা নদী এবং পশ্চিমে নাটোর জেলা। প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার আয়তন কত ? উত্তরঃ ২,৪৯৮ বর্গ কিলোমিটার।   প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা কত ? উত্তরঃ ৩২,২০,৮১৪ জন।   প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার ঘনত্ব কত ? উত্তরঃ ১২৯০ জন প্রতি বর্গ কিলোমিটারে।   প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কত ? উত্তরঃ ১.৩৮%। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার জনসংখ্যার অনুপাত কত ? উত্তরঃ পুরুষ-১০০ / নারী-১০০। প্রশ্নঃ   সিরাজগঞ্জ সাক্ষরতার হার কত ? উত্তরঃ শতকরা ৪২.১ ভাগ। প্রশ্নঃ   সিরাজগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উত্তরঃ প্রদীপ্ত সিরাজগঞ্জ। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার গ্রাম কতটি ? উত্তরঃ ২১৮০ টি। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার কতটি ইউনিয়ন আছে ? উত্তরঃ ৮২ টি। প্রশ্নঃ  সিরাজগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি ? উত্তরঃ ৯ ...

ভাষা

  ভাষা মানুষ ভাষা সম্পদের অধিকারী। ভাব প্রকাশের প্রয়োজন থেকে ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবোধক ধ্বনিই ভাষা। পরস্পরের ভাব-বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। মানুষ তার কন্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে অন্যের কাছে বোধগম্য পৌঁছে দেয়, তাই ভাষা। ভাষা মানবগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি অন্যতম মাধ্যম। মানবসভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন ছিল গুহাবাসী, বন্য ও অভব্য ছিল, তখনো মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা-ইঙ্গিত-অঙ্গভঙ্গি ইত্যাদি। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য। বস্তুত আদিকালের মানুষ পারস্পরিক ভাব-বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলোঃ (ক) ইশারা-ইঙ্গিত, (খ) অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার, (গ) নাচ, (ঘ) চিত্র ইত্যাদি। সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে পদক্ষেপ হলো সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করা। আর এ থেকেই তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মা...

Language ( ভাষা )

        Language (  ভাষা ) Language ( ভাষা): মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে মানুষকে বিভিন্ন কাজে ও উদ্দেশে মনের ভাব প্রকাশ করতে হয়। আমরা মুখে বলি এবং হাতে লিখে জেসব ভাব প্রকাশ করে থাকি, সেগুলোকেই সাধারণত ভাষা বলা হয়। মানুষ তার দৈনন্দিন জিবনে একে অপরের নিকট মনের ভাব বিভিন্ন প্রকার Sound বা ধ্বনির মাধ্যমে প্রকাশ করে থাকে। আর এসব Sound বা ধ্বনিগুলো উচ্চারিত হয় আমদের মুখ, জিভ, দাঁত, মাড়ি, তালু, ঠোঁট, নাক ইত্যাদি বাগযন্ত্রের  সাহায্যে। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য  বাগযন্ত্রের  সাহায্যে যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারিত হই তাকে Language বা ভাষা বলে। সংজ্ঞাঃ মনের ভাব প্রকাশের জন্য জেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে Language বা ভাষা বলে। English: The combination of sound which is used to express clear and meaningful sense is called Language. পৃথিবীতে অনেক রকম ভাষা আছে। এক এক দেশের মানুষ এক এক ভাসায় তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। যেমন- আমরা বাংলাদেশী। আমরা বাংলা ভাসায় মনের ভাব প্রকাশ করি। English Languag...