Skip to main content

Posts

আয়তনে বৃহত্তম দেশ

  # দেশ আয়তন প্রথম রাশিয়া ১,৭০,৭৫,৪০০ বর্গ কি.মি. দ্বিতীয় কানাডা ৯৯,৭১,৪৬২ বর্গ কি.মি. তৃতীয় চীন ৯৫,৬১,০০০ বর্গ কি.মি. চতুর্থ যুক্তরাষ্ট্র ৯৩,৭২,৬১৪ বর্গ কি.মি. পঞ্চম ব্রাজিল ৮৫,১১,৯৬৫ বর্গ কি.মি. ষষ্ঠ অস্ট্রেলিয়া ৭৬,৮২,৩০০ বর্গ কি.মি. সপ্তম ভারত ৩২,৮৭,২৬৩ বর্গ কি.মি. অষ্টম আর্জেন্টিনা ২৭,৬৬,৬৫৪ বর্গ কি.মি. নবম কাজাকিস্তান ২৭,১৭,৩০০ বর্গ কি.মি. দশম আলজেরিয়া ২৩,৮১,৭৪১ বর্গ কি.মি.  

বিশ্বের প্রধান ভাষা ও ব্যবহারকারীর সংখ্যা

স্থান ভাষা ব্যবহারকারীর সংখ্যা প্রথম মান্দারিন (চৈনিক) ১২৯ কোটি ৯০ লাখ দ্বিতীয় স্প্যানিশ ৪৪ কোটি ২০ লাখ তৃতীয় ইংরেজি ৩৭ কোটি ৮০ লাখ চতুর্থ আরবি ৩১ কোটি ৫০ লাখ পঞ্চম হিন্দি ২৬ কোটি ষষ্ঠ বাংলা ২৪ কোটি ৩০ লাখ সপ্তম পর্তুগিজ ২২ কোটি ৩০ লাখ অষ্টম রুশ ১৫ কোটি ৪০ লাখ নবম জাপানি ১২ কোটি ৮০ লাখ দশম লান্দা (পাকিস্তানি) ১১ কোটি ৯০ লাখ সূত্রঃ ইথনোলগ ২১ তম সংস্করণ ২০২৮ ।

Some Important Vocabulary with Synonyms and Antonyms (#Part=4)

[accordion] 16. Gallant (adj.) = দুঃসাহসিক। Synonyms:  Bold, brave, courageous, valiant, heroic. Antonyms:  Cowardly, timed, churlish, fearful, afraid. 17. Jealous (adj.) = জিলাস, ঈর্ষাপরায়ণ। Synonyms:  Envious, covetous, suspicious, wary, grudging. Antonyms:  Unjealous, unenvious, satisfied, liberal, glad. 18. Judicious (adj.) = বিচক্ষণ।  Synonyms:  Wise, thoughtful, sagacious, expedient, prudent. Antonyms:  Indiscreet, unwise, silly, rash, foolish. 19. Laconic (adj.) = অল্প কথায় প্রকাশিত; স্বল্পভাষী। Synonyms:  Curt, terse, epigrammatic, reticent, brief. Antonyms:  Wordy, garrulous, eloquent, circumlocutory. 20. Nervous (adj.) = স্নায়ুবিকভাবে দুর্বল; বিচলিত। Synonyms:  Shaky, jumpy, timid, anxious, hesitant. Antonyms:  Brave, courageous, bold, confident, valiant.

বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভাব সম্প্রসারণঃ  মানবসভ্যতার অগ্রগতিতে নারী-পুরুষ উভয়ের অবদান সমান। সভ্যতার অগ্রযাত্রায় মূলে রয়েছে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা। প্রাগৈতিহাসিক কাল থেকে নারী এবং পুরুষের হাত ধরেই পৃথিবী সভ্যতার পথে এগিয়ে চলেছে। সভ্যতার এ অগ্রযাত্রায় নারী-পুরুষ উভয়ের অবদানই গুরুত্বপূর্ণ। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যুগ যুগ ধরে বঞ্চিত, অবহেলিত ও নির্যাতিত হয়ে আসছে। এ বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। নারী ও পুরুষ উভয়ই মানুষ। এ দুই সত্তার মাঝে যে কারও অধিকার খর্ব করা হলে তা হবে মানবাধিকার হরণ করার শামিল। নর ও নারী একে অপরের পরিপূরক সত্তা। মানুষ তার মেধা আর কায়িক পরিশ্রম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে বর্তমান সভ্যতার তিলোত্তমা মূর্তি। এ নির্মাণ অভিযাত্রায় নারী ও পুরুষ উভয়ই সমান অংশীদার। সভ্যতার বেদিমূলে পুরুষের পরিশ্রমের আর সংগ্রামের পদচিহ্ন খোদিত হলে সেখানে স্বমহিমায় উজ্জ্বল হয়ে সহাবস্থান করবে নারীর সেবা আর কর্তব্যনিষ্ঠাও। সভ্যতাকে সাজাতে-গোছাতে পুরুষ দিয়ে শক্তি ও শ্রম। আর তাতে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছে নারী। সব দেশের...

RAM ও ROM কি?

  RAM ও ROM কি? সংজ্ঞা দেওয়ার পূর্বে প্রথমেই RAM ও ROM সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য আলোচনা করা যাক। ধরুন আপনি ১ ঘণ্টা যাবৎ যে কোনো বিষয়ের উপর আলোচনা শুনছেন। ঘণ্টাব্যাপি যা কিছু আলোচনা হয়েছে আপনি তার সব কিছুই কি মনে রাখতে পেরেছেন? অবশ্যই না। কিছু কথা হয়তো আপনি স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। আর বাকিগুলো সব স্মৃতি থেকে মুছে যাবে। অর্থাৎ আমরা সারা জীবনে যা কিছু শুনি তার সবটাই যদি স্মরণে থাকতো তাহলে স্মৃতি কিন্তু এক সময় শেষ হয়ে যেত। কিন্তু তা না হয়ে আপনার কথাগুলো যে স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে আছে ঐ স্মৃতিকে আমরা ROM এবং যে স্মৃতি কথাগুলো ধরে রাখতে পারে না তাকে আমরা RAM এর সাথে তুলনা করতে পারি।  ROM (Read Only Memory): ROM এর পূর্ণ অর্থ হচ্ছে Read Only Memory. ROM এর মধ্যে লেখা তথ্যকে আমরা শুধু পড়তে পারি, মুছে ফেলতে বা লিখতে পারি না। ROM কম্পিউটারের একটি স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ চলে গেলে বা আপনা আপনি কম্পিউটার বন্ধ হয়ে গেলে ROM এর মধ্যে লেখা তথ্য মুছে যায় না। ROM-এ অতি প্রয়োজনীয় কিছু স্থায়ী নির্দেশনা দেয়া থাকে। এ নির্দেশনার সাহায্যেই Microprocessor কম্পিউটার চালনা করে। অর্থাৎ ROM এ...

সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি

  সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি সাধু ভাষারীতিঃ যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রুপ প্রাচীনরীতি অনুসারী এবং আঞ্চলিকতামুক্ত তা-ই সাধু ভাষারীতি। যেমনঃ এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। চলিত ভাষারীতিঃ ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলি গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। যেমনঃ একজন লোকের দুটি ছেলে ছিল। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য ক. সাধু ভাষার রুপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। খ . এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। গ . সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। ঘ . সাধু ভাষারীতি সুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। ঙ . সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরুপ  ব্যবহৃত হয়। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য ক . চলিত ভাষা সর্বজনগ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাব...

Tense (Part=2)

Present Indefinite গঠনঃ  Sub+Verb+Ex উদাঃ  1. I eat rice. 2. She goes to school. 3. Father loves me. Note:  Ex = Object / অন্য কিছু Object = কি / কাকে কি ন্তু বাক্যটি Negative হলে, গঠনঃ  Sub+do not/does not+verb+Ex Note:  1. Sub ➡️ I, We, You, They + বহুবচন নাম বোঝালে  Do not  বসে।  2. Sub ➡️ He, She, It + একবচন নাম বোঝালে  Does not  বসে।  উদাঃ  1. I do not disturb others. 2. He does not study regularly. Present Continuous গঠনঃ Sub+am/is/are+verb+ing+Ex উদাঃ 1. I am reading book. 2. We are playing football. 3. She is eating rice.  Present Perfect গঠনঃ Sub+have/has+v3+Ex উদাঃ 1. I have played cricket. 2. She has gone to school. Present Perfect Continuous গঠনঃ Sub+have been/has been+verb+ing+since/for+Ex উদাঃ 1. It has been raining since morning. 2. They have been playing for two hours. Past Indefinite গঠনঃ Sub+v2+Ex উদাঃ 1. I ate rice. 2. He did not watch tv. Past Continuous গঠনঃ Sub+was/were+verb+ing+Ex উদাঃ 1. I...